bangla music

bangla music

জাতীয়

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

শুরু হলো বাংলাদেশের সুপার টুয়েলভের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। শারজাহর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় বিকেল চারটায়। ইতিমধ্যেই্ এই ম্যাচের টস সম্পূর্ণ হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। তাই আগে ব্যাটিং করবে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই পর্যন্ত মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৭ হারের বিপরীতে টাইগাররা জয় পেয়েছে কেবল ৪ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে একাদশে একটি পবির্তন আনা হয়েছে। নাসুমকে অর্ন্তভুক্ত করা হয়েছে, বাদ পড়েছেন তাসকিন আহমেদ। মুলত শারজাহর স্পিন সহায়ক উইকেটের জন্য এই পরিবর্তন এনেছে টিম ম্যানেজম্যান্ট। উল্লেখ্য, ঘরের মাঠে ঢাকায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দারুণ করেছেন স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে ৮টি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন নাসুম।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।