bangla music

bangla music

জাতীয়

গোসলখানায় ঢুকে কিশোরীকে ধ`র্ষণ

গাজীপুরে এক কিশোরীকে (১৩) ধ`র্ষ`ণের অ`ভিযোগে উঠেছে। শুক্রবার সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তেভোগী কি`শোরীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মা`মলা দায়ের করেছেন।

মা`মলা সূত্রে জানা যায়, স্থানীয় মৃত হাফিজ উদ্দিনের ছেলে সেকান্দার ভূঁইয়া (৫৭ ) দীর্ঘদিন ওই কি`শোরীকে উ`ত্যক্ত ও কু`প্র`স্তাব দিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে কয়েকবার তাকে বুঝিয়ে সংশোধন হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেকান্দার ভূঁইয়া সংশোধন হননি।

শুক্রবার ধর্ষণের শিকার কি`শোরীর বাবা-মা কর্মস্থল স্থানীয় গার্মেন্টসে যান। কিশোরী ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বসত ঘরের উত্তর পার্শ্বে থাকা গোসলখানায় যায়। সেখানে অ`ভিযুক্ত সেকান্দার ভূঁইয়া জোরপূর্বক প্রবেশ করে গোসলখানার দরজা বন্ধ করে তাকে ধ`র্ষ`ণ করেন। ঘটনা প্রকাশ করলে কি`শোরীকে হ`ত্যা করা হবে বলে হু`মকি দেয়।

পরে কিশোরী মা ধ`র্ষণের ঘটনা জানতে পারেন। রোববার বিকালে তিনি জয়দেবপুর থানায় একটি মামলা (নম্বর ১৩) দায়ের করেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, কিশো`রী ধ`র্ষ`ণের ঘটনায় তার মা বাদী হয়ে একটি মা`মলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আ`সামি প`লাতক রয়েছে। আ`সামিকে দ্রুত গ্রে`ফতার করার জন্য আমাদের অ`ভিযান অব্যাহত রয়েছে।