নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগে নেতাকে কু`পিয়ে `হ`ত্যা করেছে দু`র্বৃত্তরা। বুধবার (২৭ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের গ্রামের বাদি গাছ তলায় এ ঘটনা ঘটে।নি`হ`ত ব্যক্তির নাম আবু ছায়েদ ভুঁইয়া রিপন (৪৮)। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ম সম্পাদক ছিলেন। ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে তিনি। রিপন ভুঁইয়াকে হ`ত্যার সময় তার সাথে থাকা নগদ আড়াই লাখ টাকা ও ৩টি মোবাই লুট করে ন্যে যায় দু`র্বৃত্তরা।





নি`হ`তের ছেলে ইমরান হোসেন জানান, সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী এসিবাস লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন তার বাবা। বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে যে কোনও এক সময়ে বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।





ফেরার পথে কে বা কারা তার বাবাকে প্রথমে চলন্ত মোটরসাইকেলে মাথায় কু`পিয়ে গু`রুতর আ`হত করে। এরপর মোটরসাইকেল থেকে পড়ে গেলে হাতে, পায়ে কু`পিয়ে পায়ের র`গ কেটে হ`ত্যা করে বারিয়া হাট-বাজার সংলগ্ন মোসলে উদ্দিন মাওলানার বাড়ির দরজায় ম`রদেহ রেখে চলে যায়।ইমরান হোসেন আরো বলেন, আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা বাবার সঙ্গে ছিল। ওই টাকা ও তিনটি মোবাইল ফোন স`ন্ত্রা`সীরা লুটে নেয়।





বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পু`লিশ ঘ`টনাস্থল থেকে ম`রদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ম`রদেহ ম`য়না তদন্তের জন্য সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ম`র্গে পাঠানো হয়েছে। কি কারণে এবং কেন এই হ`ত্যাকা`ণ্ড ঘটে`ছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মা`মলার প্র`স্তুতি চলছে।




