bangla music

bangla music

জাতীয়

ছেলের অপমান সইতে না পেরে বাবার অকাল মৃ`ত্যু

ঘুম থেকে উঠেই ছেলে কাদির (২০) ষাটোর্ধ পিতা হেলাল উদ্দিন (৬২) এর সাথে ঝগড়ায় জড়িয়ে পরে। কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধ পিতাকে মারধর করে কাদির। নিজ সন্তানের দ্বারা আ`ঘাত প্রাপ্ত হয়ে স্থানীয় জাবেদ আলী মার্কেটে গিয়ে হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়েন হেলাল। বৃদ্ধ পিতার আর্তনাদে জড়ো হয় বাজারের লোকজন। উপস্থিত জনতার কাছে ছেলের হাতে নি`র্যা`তনের বিচার চান অসহায় পিতা।

তার আহাজারিতে হতবাক হয়ে যায় বাজারের লোকজন। বাজারে এসেও পি`তার উপর হা`মলা চালায় কাদির। স্বামীকে ছেলের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যান স্ত্রী খোদেজা বেগম। মা খোদেজা বেগমকে ও আ`ঘাত করে কাদির। ছেলের হাতে মারধরের শিকার হেলাল উদ্দিন অসুস্থ্য হয়ে পরেন। প্রকাশ্যে বাজারে ছেলের হাত মার খেয়ে অপমান সইতে না পেরে সন্ধ্যার পরে মারা যান তিনি ।

ছেলের হাতে বাবা নি`র্যাতনের ঘ`টনা ঘটেছে শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে। নি`হ`ত হেলাল উদ্দিন গজীপুর সদর উপজেলার তেলিপারা গ্রামের মৃত আ: বারেকের ছেলে। তিনি শ্রীপুরের নিজমাওনা গ্রামে জমি কিনে বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হেলালের সাথে প্রায়ই ঝগড়া হতো ছেলে কাদিরের।

শুক্রবার ভোরে কাদির ঘুম থেকে উঠেই পিতার সাথে ঝ`গড়ায় জ`ড়িয়ে পরে। কথা কাটাকাটির এক পর্যায়ে কাদির বৃদ্ধ বাবাকে মা`রধ`র করে। ছেলের বিচার চাইতে নিজমাওনা গ্রামের জাবেদ আলী মার্কেটে গিয়ে লু`টিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকেন হেলাল। তার আর্তনাদে বাজারের পরিবেশ ভাড়ি হয়ে ওঠে। বাজারের লোকজন কাদিরকে ডেকে আনতে লোক পাঠালেও কাদির স্থানীয়দের ডাকে আসেনি। স্ত্রী খোদেজা হেলালকে বাড়ি নিতে চেষ্টা করেন।

ছেলের হাতে মারের ভয়ে হেলাল বাড়ি যেতে রাজি হয়নি। কিছুক্ষন পর কাদির বাজারে এসে প্রকাশ্যে লোকজনের সামনে হেলালকে পুনরায় মারধর শুরু করে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান স্ত্রী খোদেজা বেগম। এসময় মাকেও মারধর করে কাদির। ছেলের হাতে মারপিটে অপমান সইতে পারেনি হেলাল। ঘটনাস্থলেই অসুস্থ্য হয়ে পড়েন তিনি। সন্ধ্যার পরে পার্শবর্তী গাজীপুর বাজারের গ্রাম্য চিকিৎসক সোহরাব হোসেনের ফার্মেসীতে চিকিৎসা নিতে গেলে সেখানেই তার মৃ`ত্যু হয়। স্থানীয়দের বাঁধার মুখে `লা`শ দা`ফন করতে পারেনি কাদির।

বাজারের লোকজন জাতীয় জরুরী পরিসেবার নম্বর ৯৯৯ এ ফোনকরে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা পুলিশ এসে রাতে নিহতের লাশ উদ্ধার করে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক নয়ন ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের ম`র্গে প্রেরণ করা হয়েছে। ছেলে কাদির বাড়িতেই আছে। ময়না তদন্তের রিপোর্টে পেলে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।