কারাগারে ভালো নেই বরগুনায় চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হ`ত্যা মা`মলার ফাঁ`সির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। কয়েক মাস ধরে ঘাড়ে ব্যথা, লো প্রেসার ও দাঁতে ব্যথা নিয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন কাশিমপুর কারাগারে।এ ব্যাপারে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর মেয়ের অসুস্থতার খবর জানিয়ে বলেন,তার মেয়ে ঠিকমতো খেতে পারে না।





ঘুমাতে পারে না। সবসময় অসুস্থ থাকে। তাই খুবই দুর্বল হয়ে গেছে। কারাগারের পানি পর্যন্ত খেতে পারে না।তিনি আরও জানিয়েছেন, মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মিন্নিকে এক বছরেরও বেশি সময় দেখতে না পেরে কষ্ট নিয়ে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন।এ সময় মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন, দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছেন কারা কর্তৃপক্ষ।





তবে মিন্নির বাবার দাবি, তাদের ওষুধে মিন্নি আরও অসুস্থ হয়ে পড়েছে। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করলেও এখনও উন্নত চিকিৎসার নির্দেশ পাননি তারা।এদিকে মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করছি। করোনার জন্য এক বছরের মধ্যে মিন্নির সঙ্গে দেখাও করতে পারেননি তিনি।




