bangla music

bangla music

জাতীয়

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধ`র্ষণচেষ্টা

উ`ত্যক্ত ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে এক তরুণীর (১৭) ঘরে ঢুকে ধ`র্ষ`ণের চেষ্টার অ`ভিযোগ উঠেছে। ভু`ক্তভোগী তরুণী শনিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অ`ভিযোগ দায়ের করেছে।

ওই তরুণী (১৭) জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের মোকলেছ খানের ছেলে রিপন খান (২০) তাকে উ`ত্যক্ত করতেন এবং কু-প্রস্তাব দিতেন। বিষয়টি অভিভাবকদের জানালে তিনি আরো ক্ষি`প্ত হয়ে ওঠেন।

শুক্রবার রাত ৯টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে রিপন ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকেন। আমি ঘরে প্রবেশ করে দরজা দেয়ার পরই আমার মুখ চেপে ধরে শ্লী`লতাহানি ও ধ`র্ষ`ণের চেষ্টা করেন। এ সময় আমার চিৎকারে অন্য

ঘরে থাকা মা ও পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন দিয়ে অবহিত করলে থানায় অ`ভিযোগ দিতে বলে। এ কারণে শনিবার দুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।