একসময়ের জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান দীর্ঘ সময় ধরেই জাতীয় দলে নেই। প্রত্যাশিতভাবেই সুযোগ পাননি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে পিছিয়ে পড়লেও দমে যেতে চান না মারকুটে এই ব্যাটসম্যান। জাতীয় লিগে সামর্থ্যের প্রমাণ রেখে ফিরতে চান আগামী বছর অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে।





চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রাজশাহী বিভাগের হয়ে খেলছিলেন সাব্বির রহমান। চোটের কারণে সেখান থেকেও ছিটকে গেছেন। ফের মাঠে ফেরার আগে ১৫ দিন বিশ্রামে কাটাতে হবে তাকে।সাব্বিরের কবজিতে ফাটল দেখা দেওয়ায় তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ১৫ দিনের বিশ্রামের পর চোটের ধরন পর্যবেক্ষণ করে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা জানা যাবে।





সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু খেলতে পারিনি অবশ্যই পরের বছরের বিশ্বকাপটা আমার টার্গেটে আছে।’ তিনি আরও বলেন, জাতীয় লিগে যদি ভালো করতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য বিশ্বমঞ্চে সুযোগ থাকবে।’





লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত আইসিসির পাঁচটি বৈশ্বিক ইভেন্টে খেলেছেন সাব্বির রহমান। যেখানে যুব বিশ্বকাপের সঙ্গে খেলেছেন ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিও। এবারের বিশ্বকাপে সুযোগ না পেলেও এটাকে তিনি নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবেই।





এদিকে, চোট দ্রুত সেরে ওঠার জন্য দোয়া কামনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাব্বির লিখেছেন, ‘জাতীয় ক্রিকেট লিগ চলাকালে কবজিতে ফ্র্যাকচার হয়েছে। ১৫ দিন বিশ্রামে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’যদিও ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া লিগে প্রথম রাউন্ড খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দুই ইনিংস মিলে রান করেছেন মাত্র ২৬। এরপর দ্বিতীয় রাউন্ডে খেলা হয়নি।





একসময়ের জনপ্রিয় এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি। তবে লাল-সবুজের জার্সিতে একসময় নিয়মিত খেললেও ফর্ম হারিয়ে ২০১৯ সালে জায়গা হারান। এরপর আর ফিরতে পারেননি।তবে মাঠের পারফরম্যান্সে আলোচনায় না থাকলেও মাঠের বাইরের নানা কাণ্ডে অবশ্য সব সময়ই আলোচনায় থেকেছেন রাজশাহীর এই ক্রিকেটার।




