bangla music

bangla music

জাতীয়

স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামী

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন নোয়াখালীর চাটখিল শহরের ব্যবসায়ী সফিকউল্যা মিয়া (৭৬)। আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নি`হতের ছেলে কামাল হোসেন জানান, আমার মা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

এ খবর বাড়িতে জানাজানি হলে বাবা শোক সইতে না পেরে স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে মারা যান।আজ দুপুরে মাহমুদা খাতুন ও তার স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।

চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেল বলেন, স্ত্রী মাহমুদা খাতুনের মৃত্যুর খবর শুনে স্বামী সফিক উল্লাহ মিয়া মারা গেছেন। স্বামী-স্ত্রীর একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।