স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন নোয়াখালীর চাটখিল শহরের ব্যবসায়ী সফিকউল্যা মিয়া (৭৬)। আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নি`হতের ছেলে কামাল হোসেন জানান, আমার মা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।





এ খবর বাড়িতে জানাজানি হলে বাবা শোক সইতে না পেরে স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে মারা যান।আজ দুপুরে মাহমুদা খাতুন ও তার স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।





চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেল বলেন, স্ত্রী মাহমুদা খাতুনের মৃত্যুর খবর শুনে স্বামী সফিক উল্লাহ মিয়া মারা গেছেন। স্বামী-স্ত্রীর একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।




