bangla music

bangla music

জাতীয়

‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেওয়া হবে না’

নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নৌকা প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম। তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, একাত্তরের শহীদ ছাত্রলীগ নেতা এটিএম জাফর আলম এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলমের ছোট ভাই।

হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকার নিজ গ্রামে সোমবার রাতে নৌকা প্রতীকের একটি প্রচারণার অফিস উদ্বোধনকালে বক্তৃতা দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী এমন হুমকি প্রদান করেন। চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম তার প্রচারণার অফিস উদ্বোধনকালে বলেন- ‘যারা নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হবে। তাদেরকে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এটা আমার জমিতে করা কবরস্থান। সোজা কথা আমার।’ তিনি বলেন, যারা নৌকায় ভোট দিবে না তাদের উনার জমির কবরস্থানে জায়গা হবে না, তাদেরকে চৌধুরীপাড়া (পার্শ্ববর্তী অন্য পাড়া) নিয়ে কবর দিতে হবে।

এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য হচ্ছে- ‘আমি আমার পাড়ার লোকজনদের উদ্দেশ্যে এমন বক্তব্য রেখেছি। যেহেতু পাড়ার লোকজন প্রায় সবাই আমাদেরই আত্মীয়-স্বজন। তাই অধিকার রেখে এমনটা আমি বলতেই পারি।

আরও পড়ুন=ছেলেবেলার ভুল লোকে আমলে নেয় না। বরং আদরের ছলে পিঠ চাপড়ে বলে, ‘ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে।’ কিন্তু ঠিক কত বড় হলে ‘সেসব’ ঠিক হয়ে যায়, সে বিষয়ে কেউ নিদান দেয় না। ধরে নেওয়া হয়, পূর্ণবয়স্ক হলে ঠিক হয়ে যাবে।

লোকসমাজের এই প্রথা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও বেশ মানানসই। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারছে না? হতাশ হবেন না। বড় হলে ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরুন।সান্ত্বনাবাণী কিংবা সুনীলের ‘কেউ কথা রাখেনি’র নাদের আলীর মতো কবিতাসর্বস্ব প্রতিশ্রুতি নয়। মরাবাড়িতে আসা প্রতিবেশীদের বাস্তব পরামর্শের মতো নিতে পারেন কথাটা।

একটা উদাহরণ দিই। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আজ ৯ ওভারের মধ্যে ৩৬ রান তুলতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিঃসন্দেহে ‘নস্টালজিক পারফরম্যান্স’। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সর্বশেষ কোনো ম্যাচে ৯ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল প্রথম সংস্করণে—২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।