টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে বিরাট কোহলিরা। এখন নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কোহলিদের।





বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে অংশ নিবে আফগানিস্তান-ভারত। অতীত সমীকরণ ও অভিজ্ঞতায় আফগানদের চেয়ে একধাপ এগিয়ে ভারত। তবে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে আফগানরা।





ভারতের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ইশান কিশান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।





আফগানিস্তান সম্ভাব্য একাদশ: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমাউল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, হাশমতউল্লাহ শহিদি/হামিদ হাসান, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিবউ রহমান ও নাভিন উল হক।




