bangla music

bangla music

জাতীয়

নৌকাকে পিছনে ফেলে আনারস প্রতীক বিপুল ভোটে জয়

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু আনারস প্রতীকে ৯ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১০ ভোট।মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।হরিঢালী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন- ১নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ডে আকু মোড়ল,

৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে শেখ আব্দুল গফুর, ৫নং ওয়ার্ডে আজিজুল খাঁ, ৬নং ওয়ার্ডে মুজাহিদ হাজরা, ৭নং ওয়ার্ডে শংকর বিশ্বাস, ৮নং ওয়ার্ডে বিষ্ণু কর্মকার, ৯নং ওয়ার্ডে ফারুক হোসেন লাকী। এছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আঞ্জু আরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে স্মিতা মন্ডল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জয়ন্তী বিশ্বাস সদস্য হিসেবে বেসরকারীভাবে

বিজয়ী হয়েছেন।এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২২ হাজার ৫০০ ভোটারের এই ইউপির ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।