bangla music

bangla music

জাতীয়

স্বামীর সঙ্গে মডেল হয়ে হইচই ফেললেন নেহা কক্কর

ভারতীয় সংগীত শিল্পী নেহা কক্কর এবার স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি গানে মডেল হয়ে হইচই ফেললেন। বুধবার (৩ নভেম্বর) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ‘দেশি মিউজিক ফ্যাক্টরি’ চ্যানেলে ‘ডো গাল্লা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে তারকা দম্পতি নেহা কক্কর-রোহনপ্রীত সিংয়ের।

গ্যারি সন্দুর কথায় ও রজত নাগপালের সুরে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নেহা-রোহনপ্রীত। ভিডিওতে দু’জনকে সাদা-কালো রঙের পোশাকে রোমাঞ্চকর ভূমিকায় দেখা গেছে।এদিকে গানটি প্রকাশ হওয়ার একদিন পার না হতেই ইতোমধ্যে ২ লাখ ৭৫ হাজারের বেশিবার তা দেখা হয়েছে। এছাড়া মন্তব্য পড়েছে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি। আর শ্রোতারা ভিডিওতে প্রিয় শিল্পীকে স্বামীর সঙ্গে মডেল হিসেবে দেখতে পেরে প্রশংসার ঝড় তুলেছেন সোশ্যালে।

আরও পড়ুনঃবাংলাদেশে সামাজিক মাধ্যম থেকে পরিচিতি পেয়েছেন হিরো আলম এবং একইভাবে ভারতে রানু মণ্ডল। এবার তারা দুইজন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। হিরো আলমের নতুন সিনেমার দুই ছবিতে দু’টি গানে কণ্ঠ দেবেন আলোচিত রানাঘাটের সেই রানু মণ্ডল। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে হিরো আলম বলেন, রানু মণ্ডলের সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে। তিনি আমার গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো সবাই গ্রহণ করবেন।তিনি আরও জানান, একসঙ্গে দুইটি গানে কণ্ঠে দেবেন রানু।

হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। এর আগে গত বছর ‘সাহসী হিরো আলম’সিনেমা দিয়ে পর্দায় তার অভিষেক ঘটে। এরপর তিনি ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করেন।