বাংলাদেশ- অস্ট্রেলিয়া খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা শেষে আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬.২ ওভারের ম্যাচ হেরেছে।





আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে টাইগাররা। তবে দেশে ফিরেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবু দুইটি জয় এবং সুপার টুয়েলভে ওঠায় দেড় লাখ ডলার অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ।





প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।





আরও পড়ুন=আফগানিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে রশিদ খান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।নতুন খবর হচ্ছে, উইকেটে ছিল হালকা ঘাসের আচ্ছাদন। এই ধরণের শক্ত উইকেটে পেস বোলাররা শুরুতে সিম মুভমেন্ট পেলেও বল ব্যাটে আসে দারুণভাবে। ব্যাটসম্যানদের জন্যই তাই থাকে বড় রানের ক্ষেত্র।





বুধবার রাতে দেখা গেছে সেটাই। আফগানিস্তানের বোলারদের আক্রমণ করে বিশাল রানে চড়ে ভারত পেয়েছে বড় জয়। নিজেদের হতাশার দিনে রশিদ খানও ছিলেন ব্যয়বহুল। এই লেগ স্পিনার বলছেন, উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছুই ছিল না। তবু মাত্র দুটো বলের এদিক সেদিকে তার এমন খরুচে স্পেল।





আবুধাবির পাটা উইকেটে আগে ব্যাটিং পেয়ে ভারত করে ২১০ রান। রান তাড়ায় ৭ উইকেটে ১৪৪ করে ৬৬ রানে ম্যাচ হারে আফগানিস্তান। ভারতের বড় রানের দিনে দলের সেরা বোলার রশিদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। রোহিত শর্মা তাকে এক ওভারে মারেন দুই ছয়। একটিতে ফ্লাইটে শুরুতে বিভ্রান্ত হলেও পরে দারুণ দক্ষতায় সামলে নিয়ে গায়ের জোরে সীমানা ছাড়া করেন রোহিত, আরেকটিতে দিয়েছিলেন গুগলি। তা আগেভাগে পড়ে রোহিত উড়ান স্কয়ার লেগ দিয়ে।




