bangla music

bangla music

জাতীয়

গেইলের সাজে মারজুক রাসেল, ভাইরাল বাংলাদেশি ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

টিভি কিংবা অনলাইনের নানা প্ল্যাটফর্মের নাটকগুলোতে যাদের দেখে দর্শক বিনোদিত হন, তাদের অনেকেই আছেন। যেমন মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, সাইদুর রহমান পাভেল প্রমুখ। সবাইকে এক নাটকে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমের সদস্যের আদলে।

নাটকের নামও রাখা হয়েছে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। কয়েক দিন ধরে এ নাটকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কিছু শুটিংয়ের। কিছু নাটকটির পোস্টার।সেসব ছবিতে সবাই পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি। সেখানে ক্রিস গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। কোচ হিসেবে আছেন ওয়ালীউল হক রুমী। এ নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।

নাটকের গল্প নিয়ে পরিচালক এখনো মুখ খোলেননি। তবে অনুমান করা হচ্ছে একটি কমেডিনির্ভর কোনো গল্পই হতে চলেছে। গল্পের প্রয়োজনে অভিনেতাদের টিম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সাজে দেখা যাবে।এরই মধ্যে নাটকের ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্য করে অনেকেই নিজেদের নাটকটি দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন।নির্মাতা মাইদুল রাকিব জানান, সম্প্রতি বাকেরগঞ্জে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’।

আরও পড়ুন=সরকারী সফরে বর্তমানে বিদেশের মাটিতে আওবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি রয়েছেন লন্ডনে এবং সেখানে বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগদান করার জন্য তিনি গিয়েছেন এবং সেখানকার স্থানীয় সময় বুধবার দুপুরে গ্লাসগো থেকে লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী আসছেন তাই তার আগমন উপলক্ষে সেখানকার আ.লীগের নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করেন

দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে মুক্ত হয়ে দেশে যাওয়ার পথে এই হোটেলেই উঠেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ঐতিহাসিক হোটেলে বঙ্গবন্ধুর কন্যাকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। তবে তাদের ‘চোখ জুড়ানোর’ আগেই ত্বরায় পড়েন প্রধানমন্ত্রী। বিশ্রাম না নিয়েই ঘণ্টা খানেক পর আরও একটি কর্মসূচির উদ্দে‌শ্যে হো‌টেল থে‌কে বে‌রি‌য়ে ছুটতে হয় তাকে।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যখন ফিরছিলেন, সন্ধ্যা পেরিয়ে রাত তখন ক্রমেই গভীর হতে চলছে। সাত ডি‌গ্রি তাপমাত্রায় লন্ডনের সড়কে তখন কনকনে শীত। সব উপেক্ষা করে হোটেলের সামনে নেতাকর্মীরা তখনও অপেক্ষায়। প্রধানমন্ত্রীকে আরেক দফায় স্লোগান আর করতালি দিয়ে স্বাগত জানান তারা। প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা-অভিবাদন জানান। কিছুক্ষণ পরে উঠে যান হোটেল কক্ষে।