bangla music

bangla music

বিনোদন

অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত

ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান প্রথমবারের মতো ছেলে ঈশান দাশগুপ্তের ছবি প্রকাশ্যে আনলেন। তবে ছবিতে ছেলের মুখ দেখাননি তিনি। কালিপূজা উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে এ ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যায়, দুহাতে ছেলেকে নিয়ে খুব কাছ থেকে দেখছেন।

আর তার মুখে মাতৃত্বের গৌরবের হাসি। খবর আনন্দবাজার।ছেলের ছবি কবে ভক্তরা দেখতে পারবেন- এই প্রশ্নের উত্তরে বেশ কদিন আগে এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, অনেকেই তাদের বাচ্চার ছবি নিয়মিত দিয়ে থাকেন। সেটা খারাপ আমি বলছি না। তবে আমি চাই, ঈশান স্বাভাবিক ভাবে বেড়ে উঠুক। এক সাক্ষাৎকারে যশকে নিয়ে নুসরাত বলেন, যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার।

ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ও ঈশানকে দেখে রাখছে। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।