bangla music

bangla music

জাতীয়

পরীমনি যতদিন কারাগারে ছিলেন বিছানায় ঘুমাননি এক ভক্ত!

যতদিন কারাগারে ছিলেন পরীমণি ততদিন বিছানায় ঘুমাননি তার এক ভক্ত! এমনকি তিনি খাননি কোনো ধরনের আমিষ। পরীমণির উদ্দেশ্যে হাতে লেখা এক চিঠিতে আলোচিত এসব কথা জনিয়েছেন পরীমণির এক ভক্ত। ভক্তের ভালোবাসাময় এমন চিঠি পেয়ে বোকা বনে গেছেন পরীমনি। বিষয়টি জানিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা।

চিঠির ক্যাপশনে তিনি লিখেছেন, “কখনও কখনও বোবা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব”।চিঠিতে ওই ভক্ত লেখেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত।

আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি।

আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।এর আগেও এক ভক্ত পরীমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন।