bangla music

bangla music

জাতীয়

কাচ্চি খাবেন একসঙ্গে, প্রেমিকার সামনেই বুকে ছু`রি চালালেন যুবক

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় প্রেমিকার সামনে বু`কে ছু`রি মেরে ও পরে বি`ষপা`ন করে আত্মহ`ত্যা করেছেন এক যুবক। নি`হত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬।) মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। নি`হত ব্যক্তি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে বুলবুল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের ‘মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ’ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে যুবক নিজেই নিজের বু`কে ছু`রিকাঘাত করেন।

এরপর বিষপান করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে আশপাশের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নি`হত যুবক প্রেমে ব্যর্থ হয়ে আত্মহ`ত্যা করেছেন বলে ধা`রণা করা হচ্ছে।

তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।