দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করছিলেন তারা। তাদের মাধ্যমে পাচার হয় বড় বড় চালান। বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাদের ধরা সম্ভব হয়নি। এবার মাদকসহ হাতেনাতে ধরতে পুলিশ নেয় ছদ্মবেশ। কেউ বোরকা পরে নেন ‘বউ’ সাজ। সঙ্গে স্বামীর বেশে আরেক পুলিশ সদস্য। কেউবা কৃষক সেজে থাকেন ওত পেতে।এমন ছদ্মবেশে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।





আটকরা হলেন- উপজেলার তেতুলিয়া গ্রামের মো. সেলিম মিয়া, নয়ন মিয়া ও শামীম মিয়া। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান জানান, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল। অভিযান চালিয়েও তাদের ধরতে না পারায় পুলিশের এমন কৌশল। অবশেষে তিনজনকে আটক করা হয়েছে।





আরও পড়ুন=শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছেন ৫ জন বাংলাদেশী ক্রিকেটার। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু করছে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট কে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।





প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মেহেদি হাসান রানা এবং আল আমিন হোসেন। এরমধ্যে কলম্বো স্টারসের হয়ে দল পেয়েছেন বাংলাদেশের ২ ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন।





অন্য দলগুলোর থেকে অনেকটা শক্তিশালী দল গঠন করেছে কলম্বো। তাসকিন, আল আমিনসহ এই দলের হয়ে খেলবেন ক্রিস গেইল, দুশমন্থ চামিরা, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা, মোহাম্মদ ইরফান সহ আরো একাধিক তারকা ক্রিকেটারঅন্যদিকে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান রানা।





কলম্বো স্টারস : ক্রিস গেইল (আইকন), দুশমন্থ চামিরা, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, পাথুম নিশানকা, লাকশান সান্দাকান, সেক্কুগে প্রসন্ন, মানপ্রীত সিং, জিহান রুপসিংহে, তাসকিন আহমেদ, লাহিরু গ্যামেজ, টি এম সম্পদ, নুয়ানিন্দু ফার্নান্দো, জিহান ড্যানিয়েল, মালিন্দা মাদুরঙ্গা, নলিন প্রিয়দর্শনা, হাশান দুমিন্দু এবং কানাগারথনম কপিলরাজ।




