bangla music

bangla music

জাতীয়

কলেজ ছাত্রলীগ নেতাদের কো`পাল স্কুল ছাত্রলীগ নেতারা

নাটোরের সিংড়ায় পূর্ববিরোধের জের ধরে গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সহ-ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেনকে কু`পিয়ে জ`খম করার খবর পাওয়া গেছে। হা`মলার নেতৃত্ব দানকারী হলেন পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসান।আ`হত দুই ছাত্রলীগ

নেতা সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার দুপুর ২টায় কলেজ গেট এলাকায় এ হা`মলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উ`ত্তপ্ত ছড়িয়ে পড়ে। পরে পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে বুধবার দুপুরে পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসানের নেতৃত্বে ৭-৮ জন ধারালো অ`স্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। একপর্যায়ে কলেজ ক্যাম্পাসের গেট সংলগ্ন নাসির স্টোরের সামনে ছাত্রলীগ নেতা নাইম হোসেন ও শফিকুল ইসলামের ওপর হা`মলা চালানো

হয়। ছাত্রলীগ নেতা নাইম হোসেনকে ধারালো অ`স্ত্র দিয়ে কু`পিয়ে জ`খম এবং আরেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে পি`টিয়ে আ`হত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। আ`হতদের মধ্যে নাইম হোসেনকে নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া গোল-ই-আফরোজ কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল বলেন, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কলেজের নিরীহ ছাত্রদের ওপর হা`মলা দুঃখজনক। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আহ`তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা দো`ষীদের বি`রুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।