bangla music

bangla music

জাতীয়

জীবনের প্রথম ভোটেই জরিমানা গুনলেন যুবক

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) জীবনের প্রথম ভোটেই জরিমানা গুনলেন রিয়াদ আহম্মেদ (২০) নামের এক যুবক। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।রিয়াদ আহম্মেদ ওই এলাকার জোব্বার হোসেনের ছেলে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুনবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রিয়াদ আহম্মেদ দুপুরে ভোট দিতে কেন্দ্রে আসেন। এটি তার প্রথম ভোট ছিল। দায়িত্বে থাকা ব্যক্তি তার হাতে একটি ব্যালট পেপার দেন। তিনি ব্যালট বাক্সে নিজের ব্যালটের সঙ্গে অতিরিক্ত আরও একটি ব্যালট ভেতরে ফেলেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃলালমনিরহাটের আদিতমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে পানের পসরা সাজিয়ে বসছিলেন প্রার্থীর স্বজনরা। উদ্দেশ্য ছিল ভোটারদের পান খাইয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাওয়া।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপাট পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নের ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের স্বজনরা ভোটারদের পান খাইয়ে ভোট চাচ্ছেন। পানের বাটায় সাজিয়ে রেখেছেন সুপারি, পান, চুন ও জর্দা।ভোট দিতে আসা সাদেকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর স্বজনরা সবাইকে বিনা পয়সায় পান খাওয়াচ্ছেন। এখানে কোনো প্রার্থীর আপত্তি নেই।

রজনীকান্ত নামে এক ভোটার বলেন, সব প্রার্থীর কাছ থেকে পান খাচ্ছি এবং নিজের পছন্দমতো প্রার্থীকেই ভোট দিয়েছি।মেম্বারপ্রার্থী ভাইয়ের জন্য পান নিয়ে বসেছিলেন সামিন আক্তার। তিনি বলেন, ভোটারদের পান খাইয়ে ভোট চাচ্ছি।সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মতিয়ার রহমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। সারাদিনই উৎসবের আমেজ ছিল।