জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাই ও মারধরের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগে মনোনীত নৌকার প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে ভোটগ্রহণ চলাকালে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে, দুপুর দেড়টার দিকে মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।





ভোট বর্জন নিয়ে চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ বলেন, ‘প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। বিদ্রোহী প্রার্থীর কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে। এ সময় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।’ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, কেন্দ্রে ব্যলেট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।





আরও পড়ুন= শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে উপজেলার সাত ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তবে এসব কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।





নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোর নিরাপত্তায় র্যাব, বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ ছাড়া সাত ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্সের তিনটি টিম কাজ করেছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ





করেন ভোটাররা ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ২০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা এক লাখ ১৫ হাজার ৪৩৬।তিনি বলেন, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।




