bangla music

bangla music

জাতীয়

দেশের সব মাদরাসা বন্ধ করা হোক : হিমন্ত

ভারতের সব মাদরাসা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কারণ হিসেবে তিনি বলেন, ভারত হলো হিন্দুদের দেশ।স্থানীয় সময় বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হিমন্ত স্পষ্ট এ কথা বলেন।হিমন্ত নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দিয়ে বলেন, আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের

বলি আমি আপনাদের সন্তানদের মোল্লা নয় চিকিৎসক বানাতে চাই তাহলে তাদের খুশি হওয়া উচিত।তিনি বলেছেন, ইন্ডিয়া কথাটি এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে সাত হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি বিশ্বাস করি সভ্যতায়। আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা।হিমন্ত আরো বিতর্কিত মন্তব্য করে বলেন, আমি চাই দেশের সব মাদরাসা বন্ধ করে সেখানে

মেডিক্যাল কলেজ কিংবা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়া হোক। কারণ মাদরাসায় কেবল ‘মোল্লা’ তৈরি হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার–ইঞ্জিনিয়ার–দার্শনিক।প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই আসামের সমস্ত মাদরাসা বন্ধ করে দিয়েছেন। একই সাথে মাদরাসা বোর্ড ও সার্ভিস কমিশন বন্ধ করে দিয়েছেন। এর ফলে যারা মাদরাসা থেকে পাশ করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন– সেই সব চাকরিপ্রার্থীদের আবেদনও বাতিল করা হয়েছে।সূত্র : পুবের কলম

আরও পড়ুন=অস্ট্রেলিয়া- পাকিস্তান এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জিতে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তাহলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যাবেন বলে জানা গেছে।

পাকিস্তান সরকারের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্যাশিত এ সফরের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।শুধু ইমরান একা নন, পাকিস্তান ফাইনালে উঠলে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও তার সঙ্গে দুবাই সফরে যাবেন। তবে সবকিছুই আজকের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের ওপর নির্ভর করছে।বিশ্বকাপের দুইবারের ফাইনালিস্ট দল পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে তিনটি ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবে তারা।