bangla music

bangla music

নির্বাচন

পুনরায় নির্বাচনের দাবিতে উত্তাল নীলফামারী

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ এনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন পরাজিত তিন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা।শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে ইউনিয়নের দারোয়ানী বাজারে কয়েক দফায় সড়ক অবরোধ করেন তারা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুল হক শাহ অভিযোগ করে বলেন, ৭ নম্বর ওয়ার্ডে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপারের একটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টির প্রতিবাদ জানালে রাতে ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়। পরে আমাদের অজান্তে ভোরের দিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মাসুম রেজাকে (মোটরসাইকেল) বিজয়ী ঘোষণা করা হয়।

অপর প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন প্রামানিক (আনারস) বলেন, তারা (বিজয়ী প্রার্থীর লোকজন) ওই ব্যালট গায়েব করার জন্য বাথরুমে রেখেছিলেন। ভোটকেন্দ্র থেকে সবাই চলে যাওয়ার পর সেটি এলাকাবাসীর চোখে পড়ে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী পুনর্নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।

তিনি বলেন, ওই ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।শাহপাড়া গ্রামের ভোটার মাসুম শাহ বলেন, এমনটি হলে আমার ভোটের মূল্য কী? কারচুপির ভোট আমরা মানি না। যারা ওই ভোটডাকাতির সঙ্গে জড়িত তাদের শাস্তি এবং পুনর্নির্বাচন চাই।জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ফলাফল বাতিল করার সুযোগ নেই। তারা (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) চাইলে ট্রাইব্যুনালে যেতে পারেন।