bangla music

bangla music

নির্বাচন

ফলাফল ঘোষণার পরদিনই মারা যান নবনির্বাচিত ইউপি মেম্বার

চাঁদপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর মুরাদ মিজি নামের নির্বাচিত এক ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে তিনি বিজয়ী হন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ মিজি। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থেকে তালা প্রতীকে নির্বাচন করেন মুরাদ মিজি। ওই ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন নোমান মিজি, আহসান উল্লাহ মিজি ও জাহাঙ্গীর অলম মিজি।