সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সবকটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে তিনজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।





তিনি বলেন, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান খান ২২ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকমল আকন্দ আনারস প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট।সোনাখাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল রিপন আট হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন ছানা ঘোড়া প্রতীকে ছয় হাজার ৪২২ ভোট পেয়েছেন।





ধুবিল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান রাসেল পাঁচ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান ইমাম তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৭ ভোট।ঘুড়কা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমান সরকার ১৬ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।





তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তালেব খন্দকার আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৭৯৩ ভোট।নলকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক নয় হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চশমা প্রতীকে পেয়েছেন সাত হাজার ৮১১ ভোট।





পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম নান্নু আট হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন শেখ মোটর সাইকেলে প্রতীকে সাত হাজার ৬৭৫ ভোট পেয়েছেন।এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হলেন- ধামাইনগর ইউনিয়নে রাইসুল হাসান তালুকদার সুমন, ধানগড়া ইউনিয়নে মীর ওবায়দুল মাসুম ও ব্রহ্মগাছা ইউনিয়নে গোলাম সরওয়ার লিটন।




