গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ মাস্টারকে পিটিয়ে হ`ত্যার অ`ভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা হ`ত্যাকাণ্ডে জ`ড়িত আরিফ-এর বাড়িতে অ`গ্নিসংযোগ করেছে।শুক্রবার (১২ নভেম্বর) রাত সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয়





ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।নি`হ`তের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত দশটার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিন-এর সংগে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে একটি নির্মাণাধীন ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এসময় ওই গ্রামের





আরিফ পাগলা নামে এক যুবক লো`হার রড দিয়ে তাঁর ওপর অ`তর্কিত হা`মলা চালান। আব্দুর রউফ-এর মাথায় কয়েকটি আ`ঘাত করে সে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আ`হত রউফকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ`ত ঘোষণা করেন।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মৃ`তদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। হ`ত্যাকা`ণ্ডে জড়িতদের ধরতে পু`লিশ কাজ করছে।





আরও পড়ুন=মানিকে মাগে হিতে’ গান দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভা। তার গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর নানা দেশের শিল্পীরা গানটিকে কভার করেছেন। অনেক তারকাও গেয়েছেন গানটি। এবার গানটি আরবি ভাষায় গাইলেন বাহরাইনের অভিনেত্রী মারওয়া খলিল। সুর, তাল এক রেখে আইজের মত করে আরবি ভাষায় এই গান সাজিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ১ মিনিটের গানের ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।





ইতিমধ্যে প্রায় ৭ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। মারওয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। ভিডিওটির কমেন্ট সেকশনে হার্ট এবং ফায়ার ইমোটিকন দিয়ে প্লাবিত করছে ভক্তরা। এমনি এক কমেন্টে এক ভক্ত লিখেছেন, ‘এটাই ভালবাসি (I love it)’, সেখানে আরেকজন লিখেছেন ‘শাবাশ (Bravo)’।‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী সিনেমার গান। গত বছরে সিনেমাটি মুক্তি পায়। চলতি বছরে ইয়োহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই আলোচনায় আসে গানটি। আলোচনায় আসেন শিল্পীও।যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই গান ও ইয়োহানির জনপ্রিয়তা।




