bangla music

bangla music

নির্বাচন

মাত্র ১২১ ভোট পেলো নৌকার প্রার্থী

মুন্সিগঞ্জের শ্রীনগরে আটপাড়ায় ইউপি নির্বাচনে মোট প্রাপ্ত ৯ হাজার ৯৫৪ ভোটের মধ্যে নৌকার প্রার্থী মো. রকিবুল হাসান পেয়েছেন মাত্র ১২১ ভোট। তার জামানত রক্ষায় প্রয়োজন ছিলো মোট ভোটের ১২ শতাংশ অর্থাৎ একহাজার ১৯৪ ভোট।একই ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেনেও ১৬৫ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে।নির্বাচনে আটপাড়ায় চার প্রার্থীর মধ্যে পাঁচ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব খান (আনারস) পেয়েছে তিন হাজার ৯০৮ ভোট।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, নিয়ম অনুযায়ী মোট ভোটের ১২ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার নিয়ম। কোনো প্রার্থী যদি ১২ শতাংশ ভোট না পায় তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার মোট ১৪ ইউপির নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও পাঁচটিতে নৌকা জয় পেয়েছে।

আরও পড়ুন=এবার দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আব্দুল আলিম। এ নিয়ে টানা সপ্তমবারের মতো তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জানা যায়, ৩৩ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন বিএনপির এ নেতা।

এবার পেয়েছেন ১৬ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম তিন হাজার ৩০০ ভোট পেয়েছেন। ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আব্দুল আলিম বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় এ তথ্য জানা গেছে। এ সময় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, ‘আমি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করি। সেজন্য সবাই আমাকে ভালোবাসে। এর আগে ছয়টি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছি। একবার ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করেছি। কখনও গরুর গাড়ি, হারিকেন, ছাতা ও দুইবার আনারস নিয়ে ভোট করে বিজয়ী হয়েছি।’