bangla music

bangla music

জাতীয়

দুই বোনকে পিষে মারল ট্রাক

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণির দুই ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম সানজিদা ও ফাহমিদা। তারা মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি

জসিম উদ্দিন জানান, মোটারসাইকেলে নিজের মেয়ে ও স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে নিয়ে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন আরিফ হোসেন। পালেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন দুই ছাত্রী। এ সময় তাদের চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত হন আরিফ। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, এ ঘটনায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

আরও পড়ুন=গত মাসেই সংক্রমণের নতুন ধাক্কায় পড়েছে রাশিয়া। এক মাসেই ৪৪ হাজার মৃত্যু দেখেছে দেশটি। জামার্নিরও বেহাল দশা। এক লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করেচে দেশটির সরকার। আগাম বার্তা দিয়েচে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউেএইচও)। সংস্থাটি বলেছে, এ শতে পুরো ইউরোপকেই ভোগাবে করোনা। ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ লাখ মৃত্যু হতে পারে এ মহাদেশে।

গত সপ্তাহে পুরো বিশ্বের মোট সংক্রমণের অর্ধেকের বেশি ঘটেছে ইউরোপে। জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, অস্ট্রিয়া, রোমানিয়ায় নতুন করে সংক্রমণ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট। ডব্লিউএইচও জানিয়েছে, ইউরোপে করোনায় মৃত্যু গত সপ্তাহে ১০ শতাংশ বেড়ে গেছে। সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে নেদারল্যান্ডসে। অথচ এ দেশে

৮৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় নেদারল্যান্ডসে ১৬ হাজার ৩৬৪ জন সংক্রমিত হয়েছেন, যা মহামারির শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এ অবস্থায় নেদারল্যান্ডস সরকার তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করতে চলেছে। অতি প্রয়োজনীয় নয়, এমন সবকিছু বন্ধ রাখা হবে। বিভিন্ন খেলার টুর্নামেন্টগুলোও বন্ধ থাকবে বলে জানা গেছে।