bangla music

bangla music

জাতীয়

‘বালিশ’ কোলে নিয়ে কেন ঢাকায় এলেন রিজওয়ান?

বলতে গেলে বোলারদের ঘুমই কেড়ে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। গত এক বছরে পাকিস্তান টি-টোয়েন্টি ওপেনারের ব্যাটিং রেকর্ড তো তাই বলছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে করেছেন সহস্রাধিক রান।বোলারদের ঘুম কেড়ে নেওয়া সেই রিজওয়ান বাংলাদেশে নিয়ে এসেছেন একটি বালিশ! তিনটি টি–

টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আজ সকালে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল।বিমানবন্দরে পাকিস্তান দলের দলের তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি সাদা কাপড়ে মোড়ানো বালিশ দুই হাত দিয়ে বুকে জড়িয়ে হাঁটছেন রিজওয়ান। বিমান কিংবা বাসে আরামে

বসার জন্য এই বালিশ, না রাতে ঘুমানোর সময় মাথার নিচে দেওয়ার জন্য- তা অবশ্য জানা যায়নি। তবে পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব

আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে এসেছেন। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে হয়তো নিজের ঘুমটা সারতে চান! সেজন্যই হয়তো আরব আমিরাত থেকে বালিশ নিয়ে ঢাকায় এসেছেন।