bangla music

bangla music

জাতীয়

কেবল একটি টিউবওয়েলের জন্য অসহায় বৃদ্ধার করুণ আকুতি

‘একবার ভেবে দেখুন তো ঘর ছাড়া ঝড়, বৃষ্টি ও শীতের মধ্যে থাকাটা কতটা কষ্টের! প্রায় ২ বছরের বেশি সময় ধরে এমন অমানবিক কষ্ট বয়ে বেড়াচ্ছিলেন সাতক্ষীরা জেলার তালা সদরের আটারই গ্রামের অবেদা বেগম। অবেদা বেগম আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে হারিয়ে ফেলেন তার শেষ সম্বলটুকু। ছোট একটি বাচ্ছা নিয়ে বসবাস শুরু করেন খোলা আকাশের নিচে ছ্যাত ছ্যাতে পরিবেশে। এমন কি রান্নার জন্য তার কোন শুকনা জায়গা টুকুও ছিলোনা। নরম ছ্যাতছেতা পরিবেশে রান্না করতেন তিনি।

এই মানবিক বিষয়টি জানার পরে স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যেমে ও বেশ কয়েকজন মানবিক মানুষের সহযোগীতায় নতুন ঘর উপহার দেওয়া হয় অবেদা বেগমকে। তবে তার সব সমস্যাগুলো এখনো পুরাপুরি সমাধান হয়নি। তার কোন টিউবওয়েল নেই। অনেক দূরে যেয়ে রোজ কয়েকবার উযুসহ খাওয়ার পানি নিয়ে আসতে হয়। যেটা অসহায় বৃদ্ধার জন্য বেশ কষ্টকর।

প্রসঙ্গত, অসহায় অবেদা বেগম একটি ছোট বাচ্ছা নিয়ে গ্রামে বসবাস করেন। তার স্বামী নেই। অন্যের বাড়িতে কাজ করে দিন চলে তার। খুব অসহায় আর মানবেতর জীবনযাপন করেন এই বৃদ্ধা মানুষটি। অসহায় বৃদ্ধা অবেদা বেগম জানান, দুই বছর খোলা আকাশের নিচে বসবাস করেছে। অবশেষে নতুন একটি ঘর উপহার পেয়েছেন তিনি। তবে একটি টিউবওয়েল অত্যন্ত দরকার তার। বৃদ্ধা বয়সে দূরে যেয়ে উযু করা ও পানি পান করাটা তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা হলে একটি নতুন টিউবওয়েল স্থাপন করা যাবে। তার ঘরটি যেমন অনেকে সহযোগীতা করে তৈরী করে দিয়েছেন তেমনি ভাবে সকলে সহযোগীতা করে তার একটি টিউবওয়েলের ব্যবস্থা করবে এমনটা-ই দাবি করেছেন এই অসহায় বৃদ্ধা। সমাজের বৃত্তবান ও মানবিক মানুষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সহযোগীতার জন্য যোগাযোগ করার অনুরোধ রইল।