bangla music

bangla music

নির্বাচন

ইউপি নির্বাচনে হ্যাটট্রিক করলেন তিনি!

মৌলভীবাজার জেলার জুড়ীতে ইউপি সদস্য পদে হ্যাটট্রিক জয়ের রেকর্ড করেছেন জাহেদ হোসেন তাজিন। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হ্যাটট্রিক জয়ের রেকর্ড করেন এ ইউপি সদস্য।

ইউপি সদস্য তাজিনের হ্যাটট্রিক জয়ে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। জানা গেছে, জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৫ নং নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে বর্তমান মেম্বারসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাহেদ হোসেন তাজিন ফুটবল প্রতীকে ভোট পান ৫২৩ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আউয়াল তালা প্রতীকে ভোট পান ২৫৩ ভোট। হ্যাটট্রিক জয়ের ব্যাপারে জাহেদ হোসেন তাজিন বলেন, তৃতীয় বারের মতো আমাকে নির্বাচিত করায় ওয়ার্ডবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। জনগণের সাথে আগেও ছিলাম এখনও থাকব ইনশাআল্লাহ।