bangla music

bangla music

জাতীয়

নাস্তার বিলের ‘ভয়ে’ রেডিসনের ২০ তলা থেকে লাফ দিল যুবক

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং

থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন পূর্বকোণকে বলেন,রাতে বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরে ওই যুবক ২০ তলা থেকে লাফ দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে পুরো ঘটনা দেখা হচ্ছে। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন= পাকিস্তানের পেস বোলার শাহনেওয়াজ দাহানি এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণের। মিরপুরে প্রথম দিনের অনুশীলনে বেশ চনমনে দেখাল তাকে।পাকিস্তানের অনেক ক্রিকেটারের কাছেই বাংলাদেশ ‘দ্বিতীয়’ বাড়ির মতো। বাংলাদেশে প্রিমিয়াম লিগ খেলার বদৌলতে এখনার আবহাওয়া, পরিবেশ এমনকি সাংবাদিকদের সঙ্গে পরিচয় আছে অনেকের। দাহানিকে অবশ্য সে দলে ফেলার উপায় নেই। তবুও দেখে বোঝার উপর নেই প্রথমবার বাংলাদেশে এসেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। করোনাভাইরাসের কারণে নতুন স্বাভাবিকে এখন আর ক্রিকেটার-সাংবাদিকদের রসায়নটা ভালো জমে না।

দূর থেকে অনুশীলন কাভার করতে হয়। এ দেশে ‘অপরিচিত’ দাহানি এতোটাই প্রাণবন্ত যে, দৌড়ে এসে সাংবাদিকদের জিজ্ঞেস করে গেলেন, ‘কি অবস্থা, কেমন চলছে?’ ওসমান কাদির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা অনুশীলনের ফাঁকে বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশ্য করে সালাম বিনিময় করলেন কয়েকবার। সফরকারী দলের হেড কোচ সাকলাইন মুস্তাক এদেশে অনেকবার এসেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন পরামর্শকের দায়িত্ব সামলেছেন।

সে হিসেবে স্থানীয় অনেকের সঙ্গেই পরিচয় আছে তার। তিনি বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে কুশল বিনিয়টা সেরে নিলেন পরিচিতদের সঙ্গে। তবে এসবের ভিড়ে অনুশীলনটা চললো ঠিকঠাক। সকাল সাড়ে ১০টায় অনুশীলনের সূচি থাকলেও ১৫ মিনিট আগে হাজির সফরকারীরা। মিরপুরের অ্যাকাডেমি মাঠে ঢুকেই দু’পাশে পাকিস্তানের দুটি জাতীয় পতাকা পুঁতে দিলেন দলের এক সদস্য। দলটির মিডিয়া ম্যানেজারের কাছে এর কারণ জানতে চাইলে ইব্রাহিম বাদিস বললেন,