bangla music

bangla music

জাতীয়

‘মানিকে মাগে হিঠে’ গানে শ্রীলেখার নাচের ভিডিও ভাইরাল

অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ভক্তদের অনুরোধে ‘মানিকে মাগে হিঠে’র সুরে নাচলেন। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শ্রীলেখা। যেখানে তাকে গাইতে শোনা যায় ‘মানিকে মাগে হিঠে’ গানটি। এ সময়ে গানটির সঙ্গে নাচার অনুরোধ পান শ্রীলেখা।

ইনস্টাগ্রামে পোস্ট করা এ ভিডিওতে দেখা যায়—বারান্দাময় শোভা পাচ্ছে বাহারি ফুলের গাছ। এ বারান্দায় ‘মানিকে মাগে হিঠে’ গানে নাচছেন শ্রীলেখা।এতে দেখা যায়, তার পরনে লাল রঙের পোশাক। তাতে বেশ আবেদনময়ী লাগছে তাকে।পাশাপাশি ‘একজনে ছবি আঁকে এক মনে’ শিরোনামের লোকগীতি বেজে উঠে।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার পারফর্মের প্রশংসা করছেন। স্মিতা লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে দিদি।’সরকার নামে একজন লিখেছেন, ‘সত্যি অসাধারণ।’ আরেকজন লিখেন, ‘আপনি অনেকের অনুপ্রেরণা।’

আরও পড়ুন=আগামী বছর কাতারে সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপে (FIFA World Cup) খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। বুধবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ড্র করলেও কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। নীল-সাদা ব্রিগেডের সুবিধা করে দিয়েছে অন্য দুটি ম্যাচে অপ্রত্যাশিত ফলাফল।

লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিল গত বৃহস্পতিবারই কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বুধবার ভোরে সেই ব্রাজিলেরই মুখোমুখি হয় লিওনেল মেসির (Leo Messi) আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে বুধবারই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলত আর্জেন্টিনা। বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে বুধবারই

জাতীয় দলে ফিরেছিলেন মেসি। কিন্তু দলে ফিরলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেননি লিও। কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেভাবে সুযোগই গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা। গোল করতে পারেনি ব্রাজিলও। ফলে এই ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে।