bangla music

bangla music

জাতীয়

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা বি`ষ খেয়ে প্রাণ গেলো তরুণীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের আনা বি`ষ খেয়ে আত্মহ`ত্যা করেছেন রুনা আক্তার (১৮) নামের এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সৈয়দ মনির উদ্দিনকে গ্রে`ফতার করেছে পুলিশ।বুধবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নি`হত রুনা আক্তার উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু

কাউসারের মেয়ে। গ্রেফতার মনির একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনির উদ্দিনের। পরে তাদের বিয়ে হয়। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তারা আবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য

চলছিল। রুনা আক্তার এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় দেখা হয় মনিরের সঙ্গে। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চান। তার এ কথায় রুনা বি`ষ আনতে বলেন মনিরকে।মনির দোকান থেকে চালের পোকা তাড়ানোর

বি`ষ আনলে রুনা আক্তার তা খেয়ে ফেলেন। এতে তিনি গু`রুতর অসুস্থ হয়ে পড়েন। মনির তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে খবর পেয়ে রুনার স্বজনরা মনিরকে আ`টক করে পু`লিশে দেন। বিকেলে রুনার শারীরিক অবস্থা অবনতি হয়। সন্ধ্যার দিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার

পথে মা`রা যান রুনা।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নি`হত রুনার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি মা`মলা করেছেন। ওই মা`মলায় মনিরকে গ্রে`ফতার দেখিয়ে আ`দালতে পাঠানো হয়েয়েছে।