bangla music

bangla music

বিনোদন

চিকন আলীকে ছাড়িয়ে আনলো শিল্পী সমিতি

ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা শামীনুরর রহমান ওরফে চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (দিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম আটক করেছে বলে দাবি করে পরিবার। অভিনেতার স্ত্রী খুশি গনমাধ্যমের কাছে দাবি করে বলেন, মঙ্গলবার রাত প্রায় ১১ টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে যায়।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন তিনি। খুশি গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আজ (বুধবার) ভোর থেকে মিন্টো ডিবি অফিসে বসে থাকি। কাল যে দল আমার স্বামীকে ধরে নিয়ে আসে, তাদের একজনকে দেখা হলে জিজ্ঞেস করি।

তিনি পরে কথা বলবেন বলে চলে যান। খুশির দাবি, সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত নই। আপনাকে ডিবির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে ‘অশ্লীল কন্টেন্ট নির্মাণ করবে না চিকন আলী ও শিল্পী সমিতির কোনো সদস্য’ এই মর্মে মুচলেকা দিয়ে চিকন আলীকে ছাড়িয়ে এনেছেন সংগঠনের সভাপতি মিশা সওদাগর। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শামীমুর রহমান চিকন আলীকে, চলচ্চিত্র শিল্পী সমিতির সন্মানিত সভাপতি মিশা সওদাগর, ডিসি ডিবি সাইবার ক্যাইমের অফিসে গিয়ে তার নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়ে এসেছেন। ভবিষ্যতে কোন চলচ্চিত্র শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিতর্কিত কোন কাজে জড়িত হবে না বলে আশা প্রকাশ করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডিসি ডিবি জনাব শরীফুল ইসলাম,এডিসি নাজমুল হাসান এর প্রতি।

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। তাঁর উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি,বেপরোয়া।