সিলেটের কোতোয়ালি এলাকার একটি আ`বাসিক হোটেলে আটকে এক তরুণীকে ধ`র্ষ`ণের অ`ভিযোগ পাওয়া গেছে। ঘ`টনার সময় ওই তরুণীর এক বান্ধবী ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ এ ফোন করার পর তাদের উ`দ্ধার করা হয়েছে। গ্রে`ফতার করা হয়েছে অ`ভিযুক্ত ব্যক্তিকে।বুধবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।





আনোয়ার সাত্তার বলেন, ‘মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় একজন নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বান্ধবী বিপদে পড়েছে। তার বান্ধবীকে সিলেট নগরীর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেলের একটি কক্ষে আটকে রেখে ধ`র্ষ`ণ করা হচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি কোতোয়ালি থানাকে জানায়। থানা পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধারের ব্যবস্থা নেয়।’





কোতোয়ালি থানার এসআই (উপপরিদর্শক) শিদুল দাশ জানান, তিনি আবাসিক হো`টেলটির একটি কক্ষ থেকে ভু`ক্তভোগী তরুণীকে (২২) উদ্ধার করেন এবং ধ`র্ষ`ণের অ`ভিযোগে জাহাঙ্গীর আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রে`ফতার করে থানায় নিয়ে আসেন।ভুক্তভোগী এবং অ`ভিযুক্ত উভয়েই একই গ্রামের বাসিন্দা এবং তাদের মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অ`ভিযুক্তের অন্যত্র বিয়ে ঠিক হলে তাদের মধ্যে বি`রোধ দেখা দেয়। এ ঘটনায় থানায় মা`মলা হয়েছে।





আরও পড়ুন=শীত আসতেই ফের মারাত্মক বায়ুদূষণের কবলে রাজধানী। ধুলার কারণে সারাক্ষণই ধূসর হয়ে থাকছে ঢাকার আকাশ। সূর্যের আলোটাও আটকে দিচ্ছে মাত্রাতিরিক্ত ধুলা ও ধোঁয়া। দূষিত বায়ুর কারণে বেড়ে গেছে শ্বাসতন্ত্রের নানা রোগ। দূষণে বিষাক্ত ঢাকার অস্বাস্থ্যকর বাতাস থেকে রক্ষা পেতে গত কয়েক দিন ধরেই ঢাকাবাসীকে চারটি পরামর্শ দিয়ে আসছে বিশ্ব বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল। পরামর্শগুলোর মধ্যে রয়েছে-ঘরের দরজা-জানালা বন্ধ রাখা, ঘরের বাইরে শরীরচর্চা না করা, মাস্ক ছাড়া বাইরে বের না হওয়া ও ঘরের বাতাস দূষণমুক্ত করতে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র চালিয়ে রাখা।





এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্বের শীর্ষ ১০ দূষিত নগরীর তালিকায় ঢাকার অবস্থান ছিল অষ্টম। শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে (একিউআই ) ঢাকার গড় স্কোর ছিল ১৬৫, যাকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বাতাসে দূষণের মূল উপাদান পিএম ২.৫ (অতিসূক্ষ্ম বস্তুকণা) ছিল প্রতি ঘনমিটারে ৮৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া নিরাপদ সীমার চেয়ে ১৬.৬ গুণ বেশি। আর এই সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে পৌঁছে মারাত্মক ক্ষতি করে। কোনো এলাকায় বায়ুমান সূচকে (একিউআই) স্কোর ৫০-এর নিচে থাকলে তাকে স্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ বিশেষ শ্রেণির মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর ও ৩০১ থেকে ৫০০ হলে তা বিপজ্জনক।




