bangla music

bangla music

জাতীয়

ভালোবেসে ছাত্রীকে বিয়ে, কারাগারে মাদরাসার মুুহতামিম

জামালপুরের ইসলামপুরে অপহরণের আটদিন পর ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মাদরাসার মুুহতামিম মাসুদুর রহমান মাসুদকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মুহতামিম মাসুদুর রহমান মাসুদ ঐ উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর নামাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চিনারচর মাহফুজা জান্নাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা।

এর আগে, বৃহস্পতিবার চিনারচর মাহফুজা জান্নাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাসুদুর রহমান মাসুদকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেছিলেন অপহৃত মাদরাসা ছাত্রীর বাবা।মামলা সূত্রে জানা গেছে, অপহরণকারী মাসুদূর রহমান মাসুদের ঘরে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। সে নানা প্রলোভন দেখিয়ে ঐ কিশোরী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর দুপুরে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মুহতামিম মাসুদ।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মুহতামিম বলেন, আমি অপহরণ করিনি। ওই ছাত্রী আমাকে বলেছিল তার বয়স ১৮ বছর। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আমার বিরুদ্ধে তার বাবা অপহরণের মামলা করেছে।

ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ছাত্রীকে অপহরণের মামলায় মাসুদুর রহমান মাসুদকে জামালপুর জুডিশিয়াল আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।ইসলামপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে। ঐ ছাত্রীর মেডিকেল টেস্টের পর রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।