bangla music

bangla music

জাতীয়

স্বামী-সন্তানের লা`শ উদ্ধারের ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা

গত বৃহস্পতিবার সকালে নেত্রকোনা শহরের নাগড়া একটি চারতলা ভবনের ভাড়া ফ্ল্যাট থেকে নেত্রকোনা আদুনিক সদর হাসপাতালে ঔষধ প্রশাসনে কর্তরত পিওন কাইয়ূম সর্দার (৩২) ও তার ২২ মাসের শিশুপুত্র আহনাদ শাকিলের ম`রদেহ উদ্ধার করে। পরে দুটি লা`শই সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

পাশের ফ্লাটের লোকজন ও এলাকাবাসী ঘরের মেঝেতে পিতা পুত্রের ম`রদেহ পড়ে থাকতে দেখে পু`লিশকে খবর দেয়।সেই স্বামী ও শিশুপুত্রের লা`শ উদ্ধারের ঘ`টনায় আজ শুক্রবার দুপুরে নি`হতের ছোট ভাই মোশতাক আহমেদ মিলু বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হ`ত্যা মা`মলা দায়ের করেছেন। ভাইয়ের স্ত্রী ছালমা আক্তারকে আ`সামি

করেআরও অজ্ঞাতনামা একজনকে আ`সামি দিয়ে থানায় মা`মলাটি দায়ের করেছেন। পুলিশ সাত দিনের রি`মান্ড আবেদন করে আ`সামি ছালমা খাতুনকে (২১) শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। আদালত আবেদন পর্যালোচনা করে পরবতী শুনানির দিন ধার্য্য করবে।

নি`হতের ভাই মোশতাক আহমেদ মিলু বলেন, সিসি টিভি ফুটেজের এক একবার একেক রকম দেখে সন্দেহ হয়েছে। কখনো ঝাপসা আবার কখনো পরিস্কার। এই বিষয়টি সন্দেহজনক হওয়ায় মা`মলাটি দায়ের করি। আমি এই হ`ত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করছি। পাশাপাশি ময়নাতদন্ত রিপোর্ট যেনো সঠিক আসে সেজন্য সকলের প্রতি অনুরোধ

করছি। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহেমদ জানান, আমরা সবকিছু পর্যালোচনা করছি। মা`মলা হয়েছে। পাশাপাশি রিমান্ড আবেদন করেছি। ময়না তদন্ত রিপোর্ট আসলে সবধরনের তথ্য নিয়ে বিষয়টির সঠিক রহস্য উ`দঘাটন করতে পারবো বলে আশা রাখছি।