তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সফরকারী পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শকের নাম রাসেল। কুমিল্লা শহরে তার বাড়ি। সে বর্তমানে রাজধানীর আদাবরে থাকে।





মুস্তাফিজুর রহমানের বড় ভক্ত সে। রাসেল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে থাকা পেসার মুস্তাফিজের কাছে ছুটে যান তিনি। সেই ঘটনায় রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে।আজ বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে রাসেল টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করেছিল। খেলা চলাকালীন হঠাৎ এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। থানায় জিজ্ঞাসাবাদ শেষে দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হবে তার।





আরও পড়ুনঃবাংলাদেশ ক্রিকেট দলের জন্য হয়তো আরও দুঃসংবাদ হিসেবেই আসলো মোস্তাফিজুর রহমানের ইনজুরি। পাকিস্তানের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ১৩-তম ওভারের প্রথম বলটি করার পরেই মোস্তাফিজুর রহমানকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।





তারপর অধিনায়ক মাহমুদউল্লাহর সাথে কথা বলে মাঠের বাইরে চলে যান কাটার মাস্টার মোস্তাফিজ। ওভারের বাকি ৫টি বল করেন শরিফুল ইসলাম।মোস্তাফিজের ইনজুরির ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।





তবে তার ইনজুরি যদি বড় কিছু হয় তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ।এদিকে রিজওয়ান ও ফখর জামানের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে আছে এখন পাকিস্তান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৫ রান। জয়ের জন্য তাদের দরকার ৩০ বলে ১৪ রান।




