রাজবাড়ী সদর উপজেলার দাদশীর বক্তারপুরে বেপরোয়া নসিমনের ধাক্কায় বন্যা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বন্যা দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এতে তার গর্ভের সন্তানেরও মৃত্যু হয়। এ ঘটনায় তার ৪ বছর বয়সী মেয়ে হাবিবা আহত হয়েছে।রোববার দুপুর ১২টার দিকে দাদশী ইউনিয়নের বক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতের





চাচা সাহেব আলী জানান, বন্যা তার মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিঙা বাজার থেকে দাদশীর দিকে যাওয়া বেপরোয়া গতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে বন্যা ও তার মেয়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়া হলে ডাক্তার বন্যাকে মৃত ঘোষণা করেন। বন্যা দশ মাসের





অন্তঃসত্ত্বা ছিলেন। ডিসেম্বর মাসের ১৬ তারিখে তার বাচ্চা প্রসবের তারিখ ছিল।ওই নসিমন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি আরিফের। ঘটনার পর নসিমন ও চালককে আটক করে স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমা প্রামানিক জানান,হাসপাতালে নেয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়। পরীক্ষা নীরিক্ষা করে দেখেন পেটের সন্তানও বেঁচে নেই।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও পড়ুন=নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।নতুন খবর হচ্ছে, অবশেষে আশঙ্কা সত্যি হলো, হৃদযন্ত্রের সমস্যার কারণে ফুটবলকেই চিরতরে ‘বিদায়’ বলে দিলেন সার্জিও আগুয়েরো।‘রেডিও মার্কা’র সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন,





আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেবেন আগুয়েরো।গত জুনে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-ট্রান্সফারে বার্সায় আসেন আগুয়েরো। কাতালান জায়ান্টদের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। কিন্তু মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার। এরপর গত ১৭ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জার্সিতে অভিষেক হয় তার।বার্সার জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেছেন আগুয়েরো। এই সময়ে মাত্র একবার গোলের দেখা পান তিনি। সেই গোলও আবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সবমিলিয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বার্সার হয়ে মাত্র ১৬৫ মিনিট খেলেছেন তিনি।




