bangla music

bangla music

জাতীয়

বিয়ের ৩০ মিনিট পরই স্বামীর কোলে প্রাণ গেল স্ত্রীর

বেশ ধুমধাম করে বড় আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল বিয়ে। কিন্তু বিয়ের মাত্র আধা ঘণ্টা পরই স্বামীর কোলে আকস্মিক মারা গেলেন স্ত্রী। সম্প্রতি হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে মিসরের দক্ষিণাঞ্চলীয় রেডা গ্রামে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।প্রতিবেদনে বলা হয়, নাদিয়া তাহা মাধি নামের ২২ বছর বয়সী ওই তরুণী বিয়ের আধা ঘণ্টা পরই হার্ট অ্যাটাকের পর স্বামীর কোলে ঢলে পড়ে যান। এ সময় তার বিয়ের পোশাকই পরা ছিল।

মেয়েটির শোকার্ত বাবা প্রথমে বিশ্বাস করতে পারেননি যখন তাকে বলা হয় যে তার মেয়ে মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে তার বিয়ের পার্টিতে আনন্দিত ছিল যেখানে সে তার বোনদের সঙ্গে নাচছিল এবং তার অতিথিদের আনন্দের সঙ্গে গ্রহণ করেছিল।ওই কনের বাবা আরও বলেন, বিয়ের পর বাড়ি ফেরার পর ৩০ মিনিট পরই জানতে পারি আমার মেয়ে মারা গেছে

আরও পড়ুন=মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, মিষ্টি তুলসী বলে পাচার হয়েছে প্রায় এক টন গাঁজা। আন্তর্জাতিক বাজারে যার দাম এক কোটি টাকার বেশি।দেশটির মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, তদন্তে সহযোগিতা না করলে পদক্ষেপ নেওয়া হবে অ্যামাজনের বিরুদ্ধে।

অ্যামাজনের কতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা খোলসা করেনি পুলিশ। তবে দাবি করেছে, একটি মাদক-চক্র ফাঁস হওয়ায় কিছু সূত্র হাতে আসে। সংস্থার দায়ের করা উত্তর এবং পুলিশের কাছে থাকা তথ্য-প্রমাণের মধ্যে ফারাক থাকায় শনিবার মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর সূরজ পাওয়াইয়া এবং বিজেন্দ্র সিংহ তোমার নামে দু’জনকে গ্রেফতার করা হয়ে ছিল। তারা রাস্তার ধারে ধাবা চালান। বাজেয়াপ্ত হয় প্রায় ২০ কিলোগ্রাম গাঁজা। পুলিশের অভিযোগ, অ্যামাজন ব্যবহার করে বিশাখাপত্তনম থেকে সেগুলো আনা হয়ে ছিল। সূত্র: বিজনেস টুডে ডটইন