শহরে ফের বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। নাগেরবাজার উড়ালপুলে ওই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা।সোমবার বিকেলে বাইক চড়ে নাগেরবাজার উড়ালপুল ধরে লেকটাউনের দিকে যাচ্ছিলেন এক দম্পতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি এসে ধাক্কা মারে বাইকটিকে। প্রবল সেই ধাক্কায়





উড়ালপুল থেকে নীচে পড়ে যান বাইকের পেছনে বসা ওই মহিলা। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ওই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে দমদম থানার পুলিস। আটক করা হয়েছে গাড়ির চালককেও।এক প্রত্যক্ষদর্শীর দাবি,





গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে যান ওই মহিলা। তখনও তাঁর মাথায় হেলমেট পরা ছিল। তার হাঁটুতে চোট হয়েছিল। তবে তখনও জ্ঞান ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় পুলিসে। এরপর মহিলার স্বামীকেও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে।





আরও পড়ুন= বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ল পাকিস্তান ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির গড়তে সমর্থ হলেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পাকিস্তান দল তাদের শেষ যে ৯টি ম্যাচে জয় পেয়েছে, তার প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন ক্রিকেটার ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পেয়েছেন।





আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে আগে কখনো এই ঘটনা ঘটেনি। অর্থাৎ ক্রিকেট খেলিয়ে দেশগুলোর ইতিহাসে এটিই প্রথম নজির।উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই পাকিস্তান টি-২০ সিরিজ ৩-০ জিতে নিয়েছে। সেই সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে তারা। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেই পাকিস্তান দল





বুঝিয়ে দিয়েছিল, সম্পূর্ণ এক ভিন্ন ধারার ক্রিকেট খেলছে তারা। যেখানে কোনো ব্যক্তি নন, গোটা দল গুরুত্বপূর্ণ। আর তার প্রমাণ পাওয়া গেল তাদের শেষ জেতা ৯টি টি-২০ ম্যাচের ক্ষেত্রে। যেখানে দলের হয়ে ম্যান অফ দি ম্যাচ জিতেছেন ৯ জন আলাদা আলাদা ক্রিকেটার।




