bangla music

bangla music

জাতীয়

নারায়ণগঞ্জ আদালতে আল্লামা মামুনুল হক

ধ`র্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বি`লুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে তোলা তাকে। সাক্ষ্যগ্রহণ শেষে আবার কাশিমপুর কারাগারে নেয়া হবে।এদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে, ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধ`র্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেয় আদালত। চলতি বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। পরে ৩০ এপ্রিল সকালে বিয়ের প্র`লোভন দেখিয়ে দুই বছর ধরে ধ`র্ষ`ণের অভিযোগে মামুনুল হকের বি`রুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মা`মলা করেন ওই নারী। যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল হক।

আরও পড়ুন=করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে ইউরোপজুড়ে। মহামারি শুরুর প্রথম কয়েক ধাপে লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব এসব বিধিনিষেধ চালু করে করোনা ঠেকানোর চেষ্টার কমতি ছিল না বিশ্বনেতাদের। এবার আসছে মার্চ মাসে আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে করোনা। সেই শঙ্কার কথা

জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে ইউরোপে মার্চে সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনায়। সে হিসেবে শুধু ইউরোপে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে যতে পারে। খবর বিবিসির।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লুগ বলেন, ইউরোপে করোনার সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই

চিন্তিত। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হচ্ছে, ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার দুইশোতে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই ১৫ লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলছে ডব্লিউএইচও। বলা হচ্ছে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘

অতিমাত্রায় উদ্বেগজনক’।ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিতে যে ভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তা ঠেকাতে এখনও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই। যদিও অস্ট্রিয়ায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে, করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ মানতে নারাজ দেশগুলোর সাধারণ মানুষ। ফলে আন্দোলন-বিক্ষোভও অব্যাহত রয়েছে ইউরোপের কয়েকটি দেশে। ঘটেছে সহিংসতার ঘটনাও। আটকও হয়েছেন বেশ কয়েকজন।