bangla music

bangla music

জাতীয়

কৃষক লীগ নেতার ধ`র্ষণে মা হলো কিশোরী গৃহকর্মী

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী গৃহকর্মীকে (১৫) ধ`র্ষণের অভি`যোগ উঠেছে দেলোয়ার হোসেন ওরফে দুলু (৬০) নামে এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার ওই কিশোরী কন্যাসন্তানের জন্ম দেয়। এ অভিযোগে তাকে গ্রে`ফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের আর্চচাকান্দি গ্রামের নিজ

বাড়ি থেকে পুলিশ তাকে গ্রে`ফতার করে। দুলু উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মা`মলা হয়েছে। অভি`যোগে জানা গেছে, দেলোয়ার হোসেন দুলু বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ির গৃহকর্মী কিশোরীর সঙ্গে শা`রীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই কিশোরী অ`ন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মঙ্গলবার

বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ওই কিশোরী এক কন্যাসন্তান প্রসব করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই কিশোরী জানায়, ছোটবেলায় তার বাবা মারা যান। অভাব অনটনের কারণে তাকে তার মা সাধুরপাড়া ইউনিয়নের আর্চচাকান্দি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দুলুর

বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজে দেন। এরপর অসহায় কিশোরীর ওপর লোলুপ দৃষ্টি পড়ে দেলোয়ারের। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধ`র্ষণ করে দেলোয়ার হোসেন দুলু। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাচ্চাটি নষ্ট করার জন্য তাকে চাপপ্রয়োগ করতে থাকে দেলোয়ার। কাউকে বললে মেরে ফেলার হু`মকি দেয়। লজ্জায় ও ভয়ে বিষয়টি কাউকে জানায়নি কিশোরী ও তার মা।

মঙ্গলবার বিকালে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। ডা`ক্তারের পরামর্শ নিয়ে ফেরার সময় হাসপাতালের বাথরুমে যায় সে। সেখানেই ফুটফটে এক কন্যাসন্তানের জন্ম দেয় সে।বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মা`মলা দায়ের করেছেন। মা`মলার পরই অ`ভিযুক্ত দেলোয়ার হোসেন ওরফে দুলুকে গ্রে`ফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।