আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সব যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘন কুয়াশার কারণে যেকোনো





ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।





আরও পড়ুন=পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজাকে নিয়ে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করে চমকে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কে জানতো চমকের বাকি আছে আরও। দুদিন পরেই টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে আরও দুই পেসারকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।





এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিবৃতি দিয়ে বলা হয়েছে পেসারদের ইনজুরির সমস্যার কারণে এই দুজনকে স্কোয়াডে নেয়া হয়েছে।এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘পেসারদের ইনজুরি সমস্যা আছে। এই টেস্টে আমরা তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে পাচ্ছি না। ফলে আমাদের অন্যদের প্রস্তুত রাখা দরকার। খালেদ ও শহিদুল পূর্ন ফিট এবং প্রস্তুত আছে।’





এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুই টেস্ট খেলে ৪টি উইকেট নিয়েছেন খালেদ। ইনজুরির কারণে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর আর জাতীয় দলের আঙিনায় দেখা যায়নি তাকে। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিং করেছেন খালেদ। এদিকে কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে শহিদুলের। এবার টেস্ট দলেও ডাক পেলেন তিনি।




