আবরার নামটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইতিহাসে জড়িয়ে গেছে। ছাত্রলীগের নি`র্মম নি`র্যাতনে নি`হত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃ`ত্যুর দুই বছর পর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় পাস করেছে আবরার নামের ১৯ শিক্ষার্থী।তাদের নামের অংশে ‘আবরার’ শব্দটি রয়েছে। তবে তিন





শিক্ষার্থীর নামের সঙ্গে যুক্ত আছে ‘ফাহাদ’ শব্দটি।বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের আওতায় বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাক নির্বাচনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছয় হাজার শিক্ষার্থী





গত ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করেন।এবার প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে স্নাতকে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। চূড়ান্ত পর্বে সর্বোচ্চ নম্বর পাওয়া ১ হাজার ২১৫ জন ভর্তির সুযোগ পাবে। এবছর বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া তালিকায় ১৫ শিক্ষার্থীর নামের অংশে ‘আবরার’ শব্দটি রয়েছে।





আরও পড়ুন=পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে শতক তুলে নিয়ে লিটন শুধু দলকে খাদের কিনার থেকেই তোলেননি, একইসাথে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ছিল নজরকাড়া কিছু শটও।লিটনের এমন পারফরম্যান্স দেখে তার নিন্দুকও যেন ভক্ত হয়ে যেতে বাধ্য। প্রিন্স বলেন, ‘তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল, অল্পের জন্য শতক পায়নি। আজ শতক করতে পেরেছে।’





গত কয়েক মাস রান খরায় থাকায় লিটন রানে ফিরতে খুব বেশি কিছু পরিবর্তন করেননি, জানান প্রিন্স। তিনি বলেন, ‘দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে।’





প্রথম দিনের খেলা শেষ করার আগে লিটন চোট পেয়েছেন, যা পারফরম্যান্সে পাওয়া স্বস্তির পাশাপাশি দুশ্চিন্তা জাগাচ্ছে টাইগারদের। ব্যাটিং কোচ বলেন, ‘দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে।’




