সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সাইমন অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।নতুন খবর হচ্ছে, বাবাকে বিজয়ী করতে পারলেন না জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. লিয়াকত আলীর কাছে এক হাজার ১১১ ভোটে হেরে গেলেন তার বাবা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাদেকুর রহমান।





রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর ভোট গণনার ফলাফলে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। মো. লিয়াকত আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট। নায়ক সাইমনের বাবা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ১৭০ ভোট।





জানা গেছে, চেয়ারম্যান পদে বাবাকে বিজয়ী করতে সিনেমার সব শিডিউল বাতিল করে নির্বাচনী প্রচারণায় কাজ করেন সাইমন। দিন-রাত চষে বেড়ান নির্বাচনী মাঠ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পাড়া-মহল্লার প্রতিটি ঘরে।





আরও পড়ুন=নির্বাচনী প্রচারণায় পুরুষদের বোরকা পরিয়ে গানের তালে তালে নাচিয়ে ভাইরাল হওয়া সেই নারী মেম্বার প্রার্থী পুতুল বেগম বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তিনি কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হন। রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে তিনি তিন হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।





বরুড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম রোববার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নির্বাচনে পুতুল বেগমের প্রতীক ছিল ‘সূর্যমুখী ফুল’। তিনি খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচন করেন। তিনি তিন হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটে জয়ী হওয়ার পর পুতুল বেগম জাগো নিউজকে বলেন, ‘মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নকাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।’




