bangla music

bangla music

নির্বাচন

ফরিদপুরে নৌকার ভরাডুবি, ১৫টির ১৪টিতেই স্বতন্ত্র প্রার্থীর জয়

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের দু’টি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে।রবিবার (২৮ নভেম্বর) জেলার ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ১৫টি ইউপির মধ্যে ১৪টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে।জেলার ভাঙ্গা উপজেলাতে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। যার ১১টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।নৌকা প্রতীকের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন, কাউলিবেড়া ইউনিয়নের মো. রেজাউল হাসনাত দুদু।

স্বতন্ত্র বিজয়ীরা হলেন, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শাজাহান হাওলাদার মিয়া, আলগী ইউনিয়নে ম. ম সিদ্দিক, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউপিতে মুনসুর মুনসি, চান্দ্রা ইউপিতে খালেক মোল্লা, চুমুরদিতে রফিকুল ইসলাম সোহাগ, তুজারপুরে ওলিউর রহমান, নাসিরাবাদে আলমগীর খান, নুরুল্লাগঞ্জে

সৈয়দ শাহাবুর, মানিকদহে শহিদুল্লাহ বাচ্চু ও হামেরদিতে খোকন মোল্লা।অপরদিকে চরভদ্রাসন উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটির তিনটিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এরমধ্যে সদর ইউপিতে আজাদ খান, চরহরিরামপুর ইউপিতে জাহাঙ্গীর কবির ও গাজিরটেক ইউপিতে মো. ইয়াকুব আলী।