bangla music

bangla music

জাতীয়

আ.লীগের মনোনয়নপত্র নিলেন মেয়র আইভী

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির বলেন, ‘আজ দুপুরের মেয়র আইভীর পক্ষে দলীয় কার্যালয় থেকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

একই দিন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।নির্বাচন কমিশন এখনও এই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন=পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসিফ শামস রঞ্জন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে। বিপুল ভোটে রঞ্জনের জয়ে জামানত হারিয়েছেন চার প্রার্থী। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে পাবনা জেলার সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেড়া পৌরসভার ১৮ কেন্দ্রে মোট ভোটার ৪২ হাজার ৮১৮ জন। মেয়র পদে একই পরিবারের তিন প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সব প্রার্থী মিলে ভোট পেয়েছেন ৩০ হাজার ৬৪টি।ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংসদ টুকুর আপন ভাই (বর্তমান মেয়র) আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৬৬০ ভোট।