এবার নারী পুলিশের সঙ্গে অনৈতিক কাজে রত অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট আদালতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানিয়েছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





সূত্র আরো জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঘটনা নিয়ে শুরু হয় গুঞ্জন।





আরও পড়ুন=কারিগরি ত্রুটির কারণে ৫০ মিনিট বিলম্বে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে।





বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।সর্বশেষ রাত ৯টা ৩৫ মিনিট চতুর্থবার চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণে ব্যর্থ হয়। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে।





বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী ছিলেন।




